Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২২

তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা-২০২১-২০২২ বাস্তবায়নের অংশ হিসেবে ‘তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা আজ ২৮ ডিসেম্বর, ২০২১, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। আইকিউএসি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এপিএ ফোকাল পয়েন্ট ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ ময়নুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (ওছঅঈ) এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। ভাইস-চ্যান্সেলর তাঁর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে কর্মকর্তাগণ অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করছেন। ‘সার্ভিস এবং সেবা প্রদানের ক্ষেত্রে কোন ছাড় নয়’ এই নীতিতেই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদন্ডে সিমাগো র‌্যাঙ্কিং ও ইউজিসি’র এপিএ মূল্যায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। এ সাফল্য ও অর্জনকে স্থায়ীভাবে ধরে রাখতে কর্মকর্তাগণকে আরো দক্ষতা ও অভিজ্ঞতায় পরিপূর্ণ হতে হবে। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সেবা প্রাপ্তি নিশ্চয়তা বিধানে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় ট্রেজারার ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপ-পরিচালক, উপ-রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, সেকশন অফিসারসহ দুই সেশনে প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত